কোনো এক শেষ প্রান্তরে – সন্ধের সেই বর্ণে,
এক রাশ কথা নিয়ে মিশেছি কাব্যে,
তখনও হয়তো আমি-কোনো এক প্রান্তরে বাঁচি,
হয়তো বা আজ,আজও অপূর্ণতায় আজও সানিদ্ধ।
আবার হঠাৎ করে বছর কুড়ি পরে,
হ্যাঁ বা না,এই কাব্যের কবি ছাড়া,
কাব্যিত হবে যখনই কাব্য তার,
তখন হয়তো সেই কবি,
হয়তো এক কোটি মাইল দূরে -অদূরে কাব্য ছাড়া,
আমার স্বপ্ন-বর্ণ-আমার ছন্ন,
হয়তো সেদিন এই কাব্যতে কালিতে আমি না থাকি,
তবুও রয়ে যাবে এই আমার আবার,
হয়তো ক্ষুদ্রার্তে বা কোনো এক প্রাচ্যের আড়ালে,
সেই হয়তো আমি থেকে যাব সেই কাব্যের কালে।