নিজস্ব প্রতিবেদক: উত্তর বড় বিল বিল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত খেলায় পাগলবিল বিল ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে উত্তর বড় বিল ক্রিড়া সংস্থা ফুটবল টিম।
খেলার ২৫ মিনিটের মাথায় গোল পোস্টের জাল ভেত করে বড় বিলের খেলোয়াড় রমজান।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।
বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, যুবসমাজকে মাদকের ছুবল থেকে রক্ষা করতে প্রত্যেক এলাকায় এলাকায় ক্রীড়ার উপর জোর দিতে হবে। নিয়মিত খেলাধূলাতে থাকলে মন ও শরীর দুইটিই ভালো থাকে। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনার সন্তান প্রতিদিন কোথায় যায়? কি করে? সব খোজ খবর রাখতে হবে। উপস্থিত ছাত্রদের উদ্দেশ্য পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

হলদিয়াপালং’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিনের উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য, উখিয়া ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার জাহেদ উল্লাহ জাহেদ, ক্রীড়া সংগঠক মাস্টার ইসমাইল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান, ঠিকাদার কফিল উদ্দিন, হলদিয়াপালং উত্তর যুবদলের সভাপতি তাজ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক রোবেল।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বড় বিলের গোলদাতা রমজান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট বড় বিলের ক্যাপটেন মহিউদ্দিন। সোরা গোল রক্ষক সৌরভ এবং সেরা রেফারীর হন ফুটবলার সাইফ মুন্না।
বাচাঁ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রুস্তম আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের আয়োজন করেন হলদিয়াপালং ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাজ্জাদুল ইসলাম লিটন।
এসময় অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।