সংবাদদাতা:
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগের কক্সবাজার জেলা সভাপতি কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামিদা তাহের ভাইস চেয়ারম্যান কক্সবাজার সদর উপজেলা ও সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ কক্সবাজার জেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোদেস্তা বেগম রীনা সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শাখা। আরও উপস্থিত ছিলেন আফসানা জেসমিন পপি ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ রামু উপজেলা , মাশরুফা জান্নাত সভাপতি মহিলা আওয়ামীলীগ মহেশখালী উপজেলা , আঙ্গুর বালা সহ-সভাপতি মহিলা আওয়ামীলীগ রামু উপজেলা, জহুর আলম সভাপতি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ, শফিকুল ইসলাম রানা সাধারণ সম্পাদক দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ, রাশেদা বেগম এমইউপি ফতেয়ারকুল ইউনিয়ন ও উম্মে হাবিবা সাধারণ সম্পাদক মহিলা আওয়ামীলীগ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শাখা ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন শাখার মহিলা আওয়ামীলীগের সদস্যবৃন্দ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার । এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে সাথে নারী উন্নয়নে অবদান রেখে চলেছে।দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী । অর্ধেক এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব।তাই বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা । নারীর ক্ষমতায়নে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ বাংলাদেশের নারীদের সামাজিক অবস্থানকে বর্তমানে অত্যন্ত সুদৃঢ় করেছেন ।
তিনি আরো বলেন সামনে স্থানীয় নির্বাচনে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে যিনি কিনা আপনাদের পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এবং সেই সাথে সরকার কর্তৃক আপনাদের প্রাপ্য নাগরিক অধিকার গুলো আপনাদের কাছে নিঃস্বার্থভাবে পৌছিয়ে দিবে । যিনি চাঁদাবাজ , দুর্নীতিবাজ , ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি স্বনির্ভর ইউনিয়ন গড়ে তুলতে পারবেন তার এমন যোগ্যতা সম্পন্ন জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান ব্যক্ত করেন ।