প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নেজাম উদ্দিন চৌধুরী আর্জন মিয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, বিএনপি নেতা আলহাজ্ব নেজাম উদ্দিন চৌধুরী আর্জন মিয়ার মৃত্যুতে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি পরিবার দেশের দুঃসময়ে একজন নিবেদিত প্রাণ বিএনপি কর্মীকে হারিয়েছে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাঁশখালী ছনুয়া জমিদার বাড়ির মরহুম মোফাজ্জাল রহমান চৌধুরীর প্রথম পুত্র চকরিয়ার ডেমুশিয়া মিয়াজী পাড়া নিবাসী জনাব আলহাজ্ব নেজাম উদ্দীন চৌধুরীর (আর্জন মিয়া) রাত আটটায় চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদের ঘনিষ্ঠ বন্ধু ও দুই সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানায়, আজ ৩১ জানুয়ারি রবিবার আছরের নামাজের পর ঢেমুশিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে৷