বিশেষ প্রতিবেদক:
সরকারের ঘোষণা অনুযায়ী কক্সবাজার সদরের খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ শিক্ষা বর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি উপলক্ষে লটারি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী নির্বাচনের জন্য লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং লটারির মাধ্যমে নাম ঘোষণা করা হয়।
একইসঙ্গে শিক্ষার্থী যাচাইয়ের বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নজিবুল আলমের ফেসবুক আইডি দিয়ে সরাসরি প্রচার করা হয়। নোটিশ বোর্ডেও টাঙানো হয় নামের তালিকা।
এসময় খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রহিম উদ্দিন, অভিবাবক প্রতিনিধি মৌলানা আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো: জহিরুল হক, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সনজিৎ শর্মাসহ সকল শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
তবে এ পদ্ধতিতে ভর্তির সুবিধা-অসুবিধা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। তারা বলছেন, ভালো পড়ালেখা করলেও ভালো স্কুলে ভর্তি হওয়ার নিশ্চয়তা নেই। তাই প্রস্তুতি থাকলেও পছন্দের স্কুলে ভর্তি থেকে শিক্ষার্থীদের বঞ্চিত হতে হয়েছে। আবার অনেকে মনে করছেন, এ পদ্ধতিতে ভর্তি নেয়া সমাজে ধনী-গরিবের বৈষম্য কমেছে।
প্রধান শিক্ষক জহিরুল হক জানান, করোনা ভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ২৩০ জনকে নির্বাচিত করা হয়।
Discussion about this post