পর্যটন: টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে শুক্রবার (১৩ নভেম্বর)
এখন পর্যন্ত কেয়ারি সিন্দবাদ ও ফারহান ক্রুজ নামে দুটি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ এইএনও মো. সাইফুল ইসলাম সাইফ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্রগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘চলতি মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য কেয়ারী সিন্দাবাদ ও এমভি ফারহান জাহাজ দুটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়। আবহওয়া স্বাভাবিক থাকলে যাত্রীবহন করে সের্ন্টমাটিনে যাবে জাহাজ দুটি।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম জানান, ‘কাল (শুক্রবার) থেকে জাহাজ টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হবে।
প্রসঙ্গত: পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমটিন নৌ রুটে ৭-৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে। আর এসব জাহাজে কয়েক হাজার পর্যটক প্রতিদিন সেন্টমার্টিন ভ্রমণ করে। দমদমিয়া এলাকায় থেকে জাহাজ গুলো সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে আবার সন্ধায় পর্যটকদের নিয়ে ঘাটে ফিরে আসে।