নিজস্ব প্রতিবেদক: উখিয়া ধুরুমখালী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫)
বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫ টায় উখিয়ার ধুরুমখালী হাজীরপাড়া এলাকায় সােনা আলী মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে উখিয়া হলদিয়াপালং’র কাটালিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে আয়াছ উদ্দিন আজিজকে (২০) আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা পলিথিন থেকে সর্বমোট ৩ হাজার ৯৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা। পরে তাদের ব্যবহৃত মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা, মুঠোফোন ও নগদ টাকাসহ ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করার বিষয় কক্সবাজার টুডে’কে নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান মাদকের বিরুদ্ধে র্যাব-১৫ এর অভিযান অব্যাহত থাকবে।