আমার হৃদপিণ্ড পুড়ে গেছে,
আমার ভেতর জগতে আগুন লেগে জ্বলে ছারখার হয়েছে।
একথা কেউ জানে না,
একমাত্র আমিই জানি।
বিষাদের কি যে বেশুমার অগ্নিবাণী?
কে বলেছে একথা মিথ্যে,
জেগে আর জেগে ঘুমে আর ঘুরে,
কতো কতো স্বপ্ন দেখি প্রতিদিন।
দেখি আর ভেঙে যায়,
ভেঙে যায় আবার শুরু করি,
স্বপ্নের এই ভাঙা গড়ার অদ্ভুত পীথাগোরাসের উপপাদ্যে আমার দিন চলে যায়।
ঘুম আসে না,
ঘুম আমাকে গ্রাস করতে পারে না।
কাউকে না পাওয়ার অপ্রিয় বাসনা,
অবেলায় অবহেলার বঞ্চনা।
আমাকে মৃত করেছে,
ঐ মৃতদেহ সৎকার করতে করতে আমার লেপ গুঁজা দেহ আমাকে করে প্রকট লাঞ্ছনা।
নিপুণ তাচ্ছিল্যে খরায় পুড়ে প্রতীক্ষা অনর্গল,
শূন্যতার সীমান্তে বুকে ঢেউহীন অবাক কোলাহল।
লুণ্ঠিত জীবনে আর কতো শত ডাকা যায়,
আর কতো অশ্রুমোচন করা যায়।
কেন মানুষ আজকাল ভালোবাসা বুঝে না?
বাজারের আলু পটল বুঝে,
অর্থ বুঝে,সম্পদ বুঝে,
সুখ বুঝে,স্বার্থ বুঝে,
আমাকে!নিষিদ্ধ পণ্যটাকে কেনই বা বুঝে না।
এ ব্যর্থতা কার,
এ দ্বায়ভার কার।
আমি বেদামি জন্তু,
ভালোবাসা না পাওয়ার অভিশাপে আমাকে বিষপান করিয়ে অথবা দণ্ডবিধি মেনে আমাকে ফাঁসি দিন।
হেরে যাওয়ার বেদনা
বিবর্ণ চোখের অশ্রুকণা,
কলঙ্কিত হৃদয়ের মোহনা।
আমার দ্বায়ভার নয়।
Discussion about this post