ফাস্ট ফুড সবার কাছেই খুব জনপ্রিয় একটি খাবার। আর যদি সেটা হয় স্যান্ডউইচ তা হলে কথাই নেই। এটি যেমন সুস্বাদু তেমনি খরচও বাচাই। অথচ যুক্তরাষ্ট্রের শিকাগোর পিবি-অ্যান্ড-জে রেস্তোরাঁ এক ধরনের স্যান্ডউইচ তৈরি করেছে, যেটির একেকটির দামই ৩৫০ ডলার বা যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৭০০ টাকা!
এটি পৃথিবীর সবচেয়ে দামি পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ।
‘গোল্ডেন গুস’ নামের এই স্যান্ডউইচে রয়েছে স্বর্ণরেণুর প্রলেপ। তবে সেটি অবশ্যই স্বাস্থ্য সম্মত। তাছাড়া জেলি তৈরি করা হয় সবচেয়ে দামি কিশমিশ দিয়ে।
অন্যদিকে এই স্যান্ডউইচে ব্যবহার করা হয় পৃথিবীর অন্যতম বিরল ধরনের মধু-মানুকা হানি। এক কথায়, স্যান্ডউইচটির সব উপাদানই দামি।
নিজেদের রেস্তোরাঁয় দুনিয়ার সবচেয়ে দামি স্যান্ডউইচ তৈরি করার ভাবনা থেকেই এটির বাস্তবায়ন করেছেন পিবি-অ্যান্ড-জে’র মালিক ভ্রাতৃদ্বয়- ম্যাথু ও জশ ম্যাকক্যাহিল।
স্যান্ডউইচটি অবশ্য চাওয়া মাত্রই পাওয়া যায় না। এর জন্য অন্তত একদিন আগে অর্ডার করতে হয়।
Discussion about this post